spot_img

জিতু কমলই কি তাহলে শ্রাবন্তীর ‘শিব’?

অবশ্যই পরুন

জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, টলিউডের সফল দুই অভিনেতা। দু’জনেরই পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের আগ্রহ প্রবল।

শ্রাবন্তী চ্যাটার্জি কি জিতু কমলের সঙ্গে সম্পর্কে রয়েছেন, বছর দেড়েক ধরেই এমন প্রশ্ন উঁকি দিয়েছে অনুরাগীদের মনে।

শিবরাত্রির দিন শ্রাবন্তীর ইন্সটাগ্রাম স্টোরি দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের! কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে জিতুর মুখের আদলে তৈরি এক শিব ঠাকুরের ছবি শেয়ার করেছেন টলিউড নায়িকা। জিতু কমলই কি তাহলে শ্রাবন্তীর ‘শিব’? জল্পনার সূত্রপাত ওই পোস্ট থেকেই।

শ্রাবন্তীর শেয়ার করা ছবি দেখে অনেকের অনুমান, জিতুর আদলে শিব ঠাকুর! তাহলে কি ‘বাবুসোনা’ সহ-অভিনেতার মধ্যেই ‘শিব-সত্য’ খুঁজে পেলেন শ্রাবন্তী চ্যাটার্জি? সে প্রশ্নের উত্তর যদিও অধরা।

প্রসঙ্গত, নবনীতা দাসের সঙ্গে জিতু কমলের বিবাহবিচ্ছেদের সময়ে শ্রাবন্তীর নাম জড়িয়ে গুঞ্জন রটে। এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে যে শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি জিতু-নবনীতার সংসারে ভাঙন ধরে!

‘বাবুসোনা’ সিনেমার প্রচারে একাধিকবার ক্যামেরার সামনে ‘লাজুক’ভাবে ধরা দিতে দেখা গেছে জিতু-শ্রাবন্তীকে। আর বুধবার শিবরাত্রির শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেত্রী যে ছবি শেয়ার করলেন, সেখানে ‘নতুন সমীকরণ’-এর গন্ধ পাচ্ছে নেটপাড়া।

সর্বশেষ সংবাদ

আজও ভোরে পুলিশ থানায় স্বরাষ্ট্র উপদেষ্টা, জানালেন দুজন বরখাস্ত

ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)...

এই বিভাগের অন্যান্য সংবাদ