spot_img

গাজাকে কীভাবে সাজাতে চান তার ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে কীভাবে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকম্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ভিডিওটি পোস্ট করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। এরপর সেটি নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ৩৫ সেকেন্ডের ‘ট্রাম্প গাজা’ ভিডিও পোস্ট করে প্রথম আভাস দেন, কেমন হতে পারে তার নতুন গাজা। ভিডিওর শুরুতে এই প্রশ্নটি ছিল- ‘গাজা ২০২৫: এরপর কী?’ ক্লিপটিতে দেখা যায়, মনোরম সৈকত রিসোর্টটিতে উৎফুল্ল শিশু এবং প্রাপ্তবয়স্করা দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করছে। গাজার ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে আছে বিলাসবহুল হোটেলগুলো।

ভিডিওটিতে আরও দেখানো হয়েছে, বিলিয়নিয়ার এবং ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক সমুদ্র সৈকতে নাচছেন। এ সময় তাকে খাবার খেতে এবং দর্শনার্থী ও শিশুদের মধ্যে নগদ অর্থ ছুঁড়ে মারতে দেখা যাচ্ছে। ট্রাম্প একজন স্বল্পবসনের এক তরুণীর সঙ্গে নাচছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমুদ্র সৈকতে সূর্যস্নান করছেন। তাদের হাতে বিয়ারজাতীয় পানীয়।

অদ্ভুত বিষয় হলো- ভিডিওতে আরও দেখা যাচ্ছে, দাড়িওয়ালা এবং লম্বা চুলওয়ালা বেলি ড্যান্সারদের একটি দল বালির ওপর নাচছেন, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। গানটির কথাগুলো হলো এরকম- ‘ডোনাল্ড তোমাদের মুক্ত করতে আসছেন, সকলের জন্য আলো নিয়ে আসছেন। আর কোনো সুড়ঙ্গ নেই, আর কোনো ভয় নেই।

এছাড়া সেখানে ট্রাম্পের একটি বিশাল সোনালী রংয়ের অবয়বও দেখা যায়। তবে ভিডিওতে গাজার প্রকৃত অধিকারী ফিলিস্তিনিরাই উপেক্ষিত। এরই মধ্যে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছেন আরব দেশগুলোর নেতারা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গাজা ছেড়ে যাবে না। গাজা দখলের যেকোনো পরিকল্পনা তারা রুখে দেবে।

ট্রাম্পের ভিডিওটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এমনকি তার নিজের সমর্থকদের কাছ থেকেও সমালোচনার শিকার হচ্ছে। ট্রুথ সোশ্যালের ব্যবহারকারীরা ভিডিওটিকে ‘ভয়ঙ্কর’ এবং ‘খারাপ রুচি’ হিসাবে বর্ণনা করেছেন।

ট্রাম্পের প্রকাশিত ভিডিওটির লিংক এখানে

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ