spot_img

‘মান্নাত’ ছেড়ে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ খান!

অবশ্যই পরুন

বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ির সামনে প্রায় প্রতিদিনই থাকে দর্শকের আনাগোনা। মুম্বাই গেলে বান্দ্রার ‘মান্নাত’-এর সামনে যায় না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এবার সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউডের বাদশাহ।

শাহরুখের বাড়ি ছাড়ার বিষয়ে জানা গেছে, ‘মান্নাত’-এর অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। সেসংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে।

তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর বাড়ির কাজ চলবে।

‘মান্নাত’-এ আরও দুই তলা যোগ করার কথা জানা গেছে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে।

জানা গেছে, যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, তত দিন পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের চার তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য।

সর্বশেষ সংবাদ

এ বছরের শেষের দিকে নির্বাচন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ