spot_img

মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে: ওয়াসিম আকরাম

অবশ্যই পরুন

মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে! এবার এমনই এক মন্তব্য করে বসলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ক্যাচ ফেলে দেন মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’

সাদা বলের ক্রিকেট তরুণদের জন্য ছেড়ে দেওয়া উচিত বলে মনে ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটে শেখার সুযোগ। তারা মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহই থাকে, তবে লাল বলে খেলাও। সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবা উচিত। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা।’

এদিকে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। আশানুরূপ পারফর্ম করতে না পারায় বেশ সমালোচিত হচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

দীনেশ কার্তিক, ওয়াসিম জাফরের পর এই তালিকায় আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানি গণমাধ্যমে আলাপকালে মাহমুদউল্লাহর সমালোচনা করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ