spot_img

রাজধানীতে পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

অবশ্যই পরুন

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন রাজধানীর ভূমি ভবনে পরিচালিত নাগরিক ভূমিসেবা কেন্দ্রের আদলে নাগরিকবান্ধব পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্র আজ থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হলো। এ সব সেবা কেন্দ্র হতে নাগরিকরা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনসমূহ অনলাইনে দাখিল করতে পারবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে তেজগাঁও, ধানমন্ডি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে মোট পাঁচটি বে-সরকারি ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন।

যে সব নাগরিক নিজে আবেদন করার ক্ষেত্রে জটিলতায় পরেন বা প্রয়োজনীয় সক্ষমতা থাকে না, তারা তৃতীয় কোনো পক্ষের সহায়তা নিতে গিয়ে যেন কোনো রকম হয়রানির শিকার না হন, এমন উদ্দেশ থেকেই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদারকির মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমোদন সাপেক্ষে এ সব বেসরকারি ভূমিসেবা কেন্দ্রগুলো ভূমি সেবা প্রদান করবে।

রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের অধীন সাতারকুল পূর্ব পদরদিয়া, বাড্ডায় একটি; ধানমন্ডি রাজস্ব সার্কেলের অধীন ডিজিটাল ল্যান্ড কনসানটেন্সি সেন্টার, কাঁটাবন ঢাল, নিউমার্কেট এলাকায় (ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর সামনে) একটি; কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের অধীন নূর টেকনোলজি, আটি বাজার, কেরানীগঞ্জ (ভূমি অফিসের পূর্ব পার্শ্বে) একটি; এবং কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের অধীন ইক্তিদার ট্রেডিং অ্যান্ড খান কম্পিউটার, চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ; ও শুভাঢ্যা কাচারি পাড়া, শুভাঢ্যা-১৩১০ (সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সামনে) আরও দুটি ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ঢাকায় মোট পাঁটি কেন্দ্রের অনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

প্রাথমিকভাবে এ সব কেন্দ্র হতে নাগরিকরা সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন। জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা প্রদানের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে অনলাইনে যুক্ত হয়ে ঢাকার তিনটি রাজস্ব সার্কেলের অধীন পাঁচটি বেসরকারি ভূমিসেবা কেন্দ্র থেকে উদ্যোক্তারা ও স্থানীয় নগরিকরা তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এ সময় জেলা প্রসাশনের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রসাশক, অতিরিক্ত জেলা প্রসাশক (রজস্ব) এবং সংশ্লিষ্ট তিনটি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি আপিল বোর্ড-এর চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। মন্ত্রণালয়ের অনান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিকেএমপি অনুবিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. এমদাদুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সিনিয়র কনসালট্যান্টরা ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ