spot_img

দুই মাসেই কঙ্গোতে নিহত ৭ হাজারের বেশি মানুষ

অবশ্যই পরুন

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উচ্চ পর্যায়ের বৈঠকে এই তথ্য জানিয়েছেন কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ তুলুকা সুমিনওয়া। খবর রয়টার্স

কঙ্গোর প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্রোহীদের সংঘর্ষে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক মানুষ রয়েছে। এ ছাড়া ৯০টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় ৪ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।’

সম্প্রতি তুতসি নেতৃত্বাধীন মার্চ ২০২৩ মুভমেন্ট বা এম২৩ কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীকে হটিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও এলাকা দখলে নিয়েছে। ওই অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে দেশটির সরকারি বাহিনী আগে কখনো এতটা কোণঠাসা হয়ে পড়েনি।

এদিকে কঙ্গো সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ রুয়ান্ডা এম২৩ বিদ্রোহীদের সাহায্য করছে অস্ত্র ও সেনা সহায়তা দিয়ে। যদিও রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে কঙ্গোর প্রধানমন্ত্রী সুমিনওয়া মানবাধিকার কাউন্সিলের বৈঠকে কঙ্গোর বিপুল পরিমাণ লোকের উদ্বাস্তু হয়ে পড়া এবং নির্বিচার হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ চেয়েছেন। একই সঙ্গে বিদ্রোহীদের সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম বৈঠকে দেওয়া ভাষণে জানান, বিশ্বে মানবাধিকার পরিস্থিতি এখন ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে। এসময় তিনি কঙ্গোতে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ