ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ঈদুল ফিতরের সিনেমা ‘বরবাদ’-এর টিজার মুক্তি পেতে যাচ্ছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজার নিয়ে শাকিব ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
১৬ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছেন শাকিব খান।
গেল ডিসেম্বরে ছবিটির ফার্স্টলুক প্রকাশের পর পরই হইচই পড়ে যায়। কদিন আগেই জানানো হয়েছিল, ছবিটি টিজার প্রকাশ পাবে। তারপর থেকে অধীর অপেক্ষায় ছিলেন শাকিব ভক্তরা।
জানা যায়, ‘বরবাদ’ টিজার প্রকাশ পাবে ছবির প্রডাকশন হাউজ রিয়েল এনার্জির ফেসবুক ইউটিউব ও এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল এবং শাকিব খানের ফেসবুক প্ল্যাটফর্মে।
‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘বরবাদ’।
এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও আছেন যিশু সেনগুপ্তসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।