পিলখানা হত্যাকাণ্ড ছিল জাতির জন্য কলঙ্কিত ঘটনা। বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত করাই ছিলো মূল উদ্দেশ্য।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর, এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। সরকার এবং সেনাবাহিনী যেনো শহীদ পরিবারের সাথে সবসময় থাকেন, সেই আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এর আগে, শহীদ সামরিক কর্মকর্তা এবং সদস্যদের কবরে শ্রদ্ধা জানান তিনি।