spot_img

আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে : প্রেস সচিব

অবশ্যই পরুন

আজ সোমবার সন্ধ্যা থেকে ঢাকা শহরসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং (যৌথ টহল) চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও রাজধানীতে পুলিশের টহল আরো বাড়ানোর কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরো জোরদার হবে।’

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তবে আরো উন্নতি করার অবকাশ রয়েছে।

সর্বশেষ সংবাদ

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে বাংলাদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ