spot_img

গাজায় আবারো যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরাইল : নেতানিয়াহু

অবশ্যই পরুন

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই আবারো যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু এ হুমকি দেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা হামাসের বেশিভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি। আমরা যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক, তা সম্পূর্ণরূপে অর্জন করব। এতে কোনো সন্দেহ নেই।’

নেতানিয়াহু আরো বলেন, ‘আমরা যেকোনো মুহূর্তে আবারো তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত।’

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তিন পর্যায়ের চুক্তিটির প্রথম পর্যায় এখানো চলমান, যা মার্চের প্রথম দিকে শেষ হবে।

চুক্তি অনুযায়ী হামাস শনিবার সপ্তম ধাপে ছয় ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেয়। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে ইসরাইল। ইসরাইলি কর্মকর্তারা আরো নিরাপত্তা পর্যালোচনার কারণ দেখিয়ে মুক্তি বিলম্বিত করেন।

এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেন, ‘মুক্তি স্থগিত করার মাধ্যমে ইসরাইল পুরো চুক্তিটিকেই মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের ‘বিশেষ করে মার্কিনদের’ প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরাইলকে ‘চুক্তিটি যেমন আছে তেমনভাবে বাস্তবায়ন করতে এবং ফিলিস্তিনি বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে’ চাপ দেন।

সূত্র : এএফপি

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ