ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, ইউক্রেনে মার্কিন সাহায্য ঋণ হিসেবে নয় বরং অনুদান হিসেবে দেয়া হয়েছিল। ৫০০ বিলিয়ন ডলারের সহায়তাকে ঋণ হিসেবে বিবেচনা করার দাবি তিনি প্রত্যাখ্যান করেছেন।
জেলেনস্কি সংবাদ সম্মেলনে জানান, ওয়াশিংটন তিন বছর ধরে চলমান যুদ্ধে কিয়েভকে ১০০ বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। তাদের এমন একটি চুক্তি স্বাক্ষর করতে হবে যা যুক্তরাষ্ট্র ও ইউক্রেন উভয়পক্ষের জন্যই ‘লাভজনক’ ও ’সুখকর’ হবে।
এছাড়াও জেলেনস্কি জানান, যদি প্রয়োজন হয় তবে তিনি পদত্যাগ করতে প্রস্তুত এবং তিনি তা কেবল ন্যাটো সদস্যপদের বিনিময়েই করবেন।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ‘স্বৈরশাসক’ বলায় তিনি অসন্তুষ্ট নন। কেবল একজন স্বৈরশাসকই আরেকজন স্বৈরশাসকের ওপর অসন্তুষ্ট হন।
এ সময় তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন চিরস্থায়ী নয় কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী শান্তির প্রয়োজন।’
সূত্র : আনাদোলু এজেন্সি