spot_img

নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

অবশ্যই পরুন

নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান সিইসি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুপুরে আরএফইডি’র নতুন কমিটির অভিষেক ও বিদায়ী সংবর্ধনা শেষে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ হবে। তবে সুন্দর নির্বাচন প্রসঙ্গে জাতি একমত।

তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ৩৫০টিরও বেশি আবেদন জমে আছে। তবে আইন না বদল হলে এসব আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সংস্কার চলছে। এর মধ্যেই সবচেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করছে ইসি। ইসির সব কর্মকর্তারা সর্বোচ্চ শ্রম দিচ্ছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

সর্বশেষ সংবাদ

ইরানে আইএইএর পরিদর্শকদের ফেরার পথ খুলছে, আশাবাদী গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার ইরানে একটি কারিগরি প্রতিনিধি দলকে পরিদর্শনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে 'উৎসাহিত'...

এই বিভাগের অন্যান্য সংবাদ