spot_img

নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

অবশ্যই পরুন

নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান সিইসি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুপুরে আরএফইডি’র নতুন কমিটির অভিষেক ও বিদায়ী সংবর্ধনা শেষে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ হবে। তবে সুন্দর নির্বাচন প্রসঙ্গে জাতি একমত।

তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ৩৫০টিরও বেশি আবেদন জমে আছে। তবে আইন না বদল হলে এসব আবেদন নিষ্পত্তি করা যাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনীয় সংস্কার চলছে। এর মধ্যেই সবচেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করছে ইসি। ইসির সব কর্মকর্তারা সর্বোচ্চ শ্রম দিচ্ছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ