spot_img

বেশিরভাগ ইউএসএইড কর্মীকে ছুটিতে রাখা হয়েছে: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএইড)-এর বেশিরভাগ কর্মীকে ছুটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কর্মীর সংখ্যা কমানোর জন্য প্রায় ২ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে বলেও জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

স্থানীয় সময় রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ইউএসএইডের বেশিরভাগ কর্মচারীকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে। ইউএসএইড কর্মচারীদের কাছে প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো একটি ই-মেইল পাঠানো হয়েছে বলে জানা যায়। ওই ই-মেইলে বলা হয়েছে, জনবল কমানোর জন্য প্রায় ২ হাজার কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে। তবে কতজন কর্মীকে রাখা হবে তা এখনও স্পষ্ট করেনি ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রশাসন সিবিএস নিউজ অনুসারে, প্রায় ৪,২০০ কর্মীকে ছুটিতে রাখা হবে। এর আগে, যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক সাময়িকভাবে আমেরিকার বিদেশি এই সাহায্য সংস্থাকে কর্মীহীন করার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা স্থগিত করেছিলেন। তবে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তিনি রায় দেন, এই স্থগিতাদেশ স্থায়ী হবে না।

সর্বশেষ সংবাদ

চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের আহ্বান সেনাপ্রধানের

দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ