বলিউড বেশকিছু জনপ্রিয় রোমান্টিক সিনেমা উপহার দিয়েছে। কিছু সিনেমার রেশ এখনো রয়েছে ভক্তদের মাঝে। এমনই একটি সিনেমা ‘রাঞ্ঝনা’। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর এবং দক্ষিণী অভিনেতা ধানুশ। সিনেমাটি নতুন করে প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, রোমান্টিক নাট্যচিত্রের ‘রাঞ্ঝনা’ মুক্তির পর দর্শকের মন জয় করেছিল। ২০১৩ সালে ধানুশ দর্শকের কাছে পরিচিতি পেলেম সোনাম ছিলেন একেবারেই নতুন। তাই এই সিনেমাটি সোনামের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা বলা যায়। এবার জানা গেল আগামী ২৮ ফেব্রুয়ারি ‘রাঞ্ঝনা’ নতুন করে মুক্তি পেতে যাচ্ছে।
এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান পিভিআর সিনেমাস ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়েছে। তারা ‘রাঞ্ঝনা’র পোস্টার শেয়ার করে লিখেছে, কিছু প্রেমের গল্প বারবার দেখা যায়। এরপর সিনেমাটি পুনরায় মুক্তির তারিখ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
আনন্দ এল. রাই পরিচালিত ‘রাঞ্ঝনা’য় কুন্দন ও জোয়ার গল্প দেখানো হয়। তাদের সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার বিষয় টি সিনেমার বড় অংশ জুড়ে। প্রেম, ত্যাগ ও নিয়তির এই গল্প ‘রাঞ্ঝনা। সিনেমাটি ২০১৩ সালে মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এই সিনেমার গানগুলোও প্রশংসা পেয়েছিল। এক যুগ পর ‘রাঞ্ঝনা’ নতুন করে মুক্তির ঘোষণা দেয়ার পর থেকেই সিনেমা ভক্তরা আগ্রহ দেখাচ্ছেন। অনেক সিনেমা ভক্ত বলছেন আরও আগেই এমন করা উচিত ছিল। নেটিজেনরা বলছে তাদের কাছে ‘রাঞ্ঝনা’ আলাদা ফ্যান্টাসি যেটা তাদের সেই সময়ে ফিরিয়ে নিয়ে যায়।
অন্যদিকে, আনন্দ এল. রাই তার নতুন সিনেমা ‘তেরে ইশক মে’ নিয়ে ব্যস্ত। এতে ধনুশের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতি স্যানন। দিল্লিতে শুটিং হয়েছে সিনেমাটির। টিজার প্রকাশের পর নেটিজেনরা প্রশংসা করছে।