spot_img

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। বৈঠকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, জনস্বাস্থ্যের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মতো পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউএস সিডিএকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র সচিব একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আজ শনিবার (২৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ