spot_img

ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি আনোয়ারুল

অবশ্যই পরুন

চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, এর আগে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, তফশিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারও মুখাপেক্ষী হবে না। দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। এরইমধ্যে প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনের সময় লাগবে। ঐকমত্যে পৌঁছালে প্রস্তুতি নিতে সময় লাগবে।

সর্বশেষ সংবাদ

ফ্লপের মুখে ‘সিকান্দার’, যা বললেন সালমান

এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। মুক্তির পর থেকেই এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি সিনেমাটি। এছাড়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ