spot_img

বিইউপি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অবশ্যই পরুন

‘বিইউপি ক্রিকেট টুর্নামেন্ট (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী)-২০২৫’-এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বিইউপি শারীরিক শিক্ষাকেন্দ্র ১১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এ টুর্নামেন্টের আয়োজন করে। যেখানে মোট ৮টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে টিম-২ (রেজিস্ট্রার অফিস) এবং টিম-৪ (পিআরআইপি, আইসিটি ও আইওসি অফিস) পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় টিম-২ (রেজিস্ট্রার অফিস) চ্যাম্পিয়ন, এবং টিম-৪ (পিআরআইপি, আইসিটি ও আইওসি অফিস) রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

বিইউপি’র ভিসি মেজর জেনারেল মো: মাহবুব উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউপি’র উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ফ্লপের মুখে ‘সিকান্দার’, যা বললেন সালমান

এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা। মুক্তির পর থেকেই এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি সিনেমাটি। এছাড়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ