spot_img

পোপ ফ্রান্সিস অসুস্থ, অবস্থা আশঙ্কাজনক

অবশ্যই পরুন

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘মহান ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি বিপদমুক্ত নন।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়ায় আক্রান্ত পোপের শারীরিক অবস্থার ইতিবাচক কিছু লক্ষ্য করেনি চিকিৎসকরা। জ্ঞান থাকলেও তীব্র হয়েছে শ্বাসকষ্ট। কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে তাকে। প্লাটিলেট কমে যাওয়া আর অ্যানিমিয়ার কারণে রক্তও দিতে হয়েছে।

গুরুতর অসুস্থ হয়ে, গত ১৪ ফেব্রুয়ারি রোমের গেমেলি হাসপাতালে ভর্তি হন ৮৮ বছর বয়সী পোপ। তার দু’টি ফুসফুসেই জটিল সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের।

শনিবার প্রথমবারের মতো পোপের শারীরিক অবস্থা সংকটাপন্ন- আখ্যা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একযুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস।

এদিকে পোপের পদত্যাগ ইস্যু নিয়েও খবর ছড়িয়ে পড়তে দেখা গেছে একাধিক পশ্চিমা গণমাধ্যমে। মূলত, ফ্রান্সিসের পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্টও শারীরিক অসুস্থতাজনিত কারণে ২০১৩ সালে পদত্যাগ করেন। এমনকি তার শারীরিক অবস্থাও সম্ভবত পোপ ফ্রান্সিসের মতো গুরুতর ছিল না।

সর্বশেষ সংবাদ

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ