ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ইরান ও রাশিয়ার মধ্যে চলমান আলাপ–আলোচনার মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই সফর করবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সফরকালে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে লাভরভের। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, আগামী মঙ্গলবার এক দিনের সফরে তেহরানে যেতে পারেন লাভরভ।
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ইরান সফর করেন লাভরভ। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা নিরসনে একটি বৈঠকে যোগ দিতে তিনি ওই সফরে যান।
গেল বছরের শেষে সিরিয়ার ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাশার আল–আসাদ। ওই সরকারের মিত্র তেহরান ও মস্কো। সিরিয়ায় সরকার পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই দেশটিতে ইরান ও রাশিয়ার প্রভাব কমেছে। এছাড়া পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই তেহরান ও মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তেহরান। এ কারণে তাদের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও ইরান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। সবমিলিয়ে ট্রাম্প মার্কিন মসনদে বসার পর লাভরভ এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।