spot_img

মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা

অবশ্যই পরুন

মধ্য ও পূর্ব ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলো থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা। এতে পশ্চিমা নিরাপত্তা সংস্থা এবং রাজনীতিবিদরা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বুধবার জার্মান ট্যাবলয়েড বিল্ড নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। ম্যাগাজিনটি জানিয়েছে, ইউরোপ মহাদেশে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে কমানোর জন্য আমেরিকাকে চাপ দেয়ার চেষ্টা করছে রাশিয়া।

বিল্ড দাবি করেছে, সৌদি আরবে উচ্চ পর্যায়ের মার্কিন ও রুশ প্রতিনিধিদলের আলোচনার ফলে এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা ভয় পাচ্ছে।

জার্মান সংবাদমাধ্যমটি একজন অজ্ঞাত পশ্চিমা ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘আমাদের তথ্য অনুসারে আমরা ১৯৯০ সালের পর ন্যাটো জোটে যোগদানকারী সব দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলছি।’

২০২১ সালের ডিসেম্বরে রাশিয়া ইউরোপের নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং ন্যাটো জোটে ইউক্রেনের যোগদান বাতিল করার লক্ষ্যে আমেরিকা এবং ন্যাটোর কাছে একটি তালিকা উপস্থাপন করে। পশ্চিমারা সেই সময় ক্রেমলিনের প্রস্তাবকে একটি আল্টিমেটাম হিসেবে প্রত্যাখ্যান করে।

লিথুয়ানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিসের উদ্ধৃতি দিয়ে বিল্ড বলেছে, ‘এটা অনেক বেশি সম্ভাবনাময় বলে মনে হচ্ছে যে ক্রেমলিন তার দাবি পুনঃউত্থাপন করবে- ‘ন্যাটোকে অবশ্যই তার ১৯৯৭ সালের সীমান্তে ফিরে যেতে হবে, পূর্ব জার্মানি ছাড়া সবকিছু থেকে পিছু হটতে হবে।’

গ্যাব্রিলিয়াস উল্লেখ করেন, যদিও ট্রাম্প কৌশলগতভাবে একা ন্যাটো সম্প্রসারণের বিপরীত নীতি বাস্তবায়ন করতে পারবেন না। তবুও তিনি পূর্ব সীমান্ত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে পারেন।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ