spot_img

বিচ্ছেদের পর নতুন আলোচনায় এ আর রহমান এবং সায়রা বানু

অবশ্যই পরুন

বলিউডে কান পাতলেও শোনা যায় একের পর তারকার বিবাহ বিচ্ছেদের খবর। সেভাবেই গতবছর জানা গিয়েছিল বিবাহ বিচ্ছেদের পথেই হেঁটেছেন অস্কার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। গত বছরের ১৯ নভেম্বর এ আর রহমান ও সায়রা বানু তাদের তিন দশকের দাম্পত্য শেষ করার ঘোষণা দিয়েছিল। তাদের এই সিদ্ধান্ত বলিউড ও সংগীত জগতে চাঞ্চল্য সৃষ্টি করছে। এবার ফের আলোচনায় তারা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এ আর রহমানের সাবেক স্ত্রী সায়রা বানু সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার জরুরি অস্ত্রোপচার করা হয়, যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ঘনিষ্ঠরা। তবে চিকিৎসার পর সায়রার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন অস্কারজয়ী সুরকার ও সাবেক স্বামী এ আর রহমান। সেই সঙ্গে ছিলেন সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়া।

আইনি পরামর্শদাতা বন্দনা শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সায়রার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

সায়রা রহমানের বিবৃতি দিয়ে বন্দনা লিখেছেন, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। আরও বলেছেন, লস অ্যঞ্জেলসের বন্ধু রেসুল পুকুট্টি ও তার স্ত্রী সাদিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সায়রা। সবার ভালোবাসা আর শুভকামনা পেয়ে সে আপ্লুত।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবেই হয়েছয়ে এ আর রহমান কাজ নিয়েই ব্যস্ত থাকতেন তার মা সায়রা বানুকে পছন্দ করেন। আর এ আর রহমানের বিশ্বাস ছিল তার মায়ের প্রতি। একাধিক সাক্ষাৎকারে সাবেক স্ত্রীর প্রশংসাও করেছেন এই গায়ক।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ