spot_img

বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমান প্রায় ৪২ হাজার কোটি টাকা: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

অবশ্যই পরুন

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। এই খাতে ভর্তুকির পরিমান প্রায় ৪২ হাজার কোটি টাকা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় এক ওয়ার্কশপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ এর নিচে নামানো যাবে না। বিদ্যুতের অপচয় বন্ধ করতে পারলে লোডশেডিং থাকবে না। এ সময় সেচের বিদ্যুৎ বন্ধ না করার কথাও বলেন তিনি।

নিরাপদ আশ্রয়ে থেকে দেশের উন্নতি হবে না উল্লেখ করে তিনি বলেন, সকল বাধা ডিঙিয়ে আমাদের কাজ করতে হবে। আগের মতো সব চলার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। সব প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি কোনো লক্ষ্যমাত্রা ঠিক করতে পারেনি। শহরে বসে সেমিনার করে কোনো লাভ নেই। এ সময় ইডকল কর্মকর্তাদের প্রকল্প এলাকায় যাওয়ার কথাও বলেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ