spot_img

ইউক্রেন যুদ্ধ শেষ করতে স্টারমার ও ম্যাক্রো কিছুই করেননি: ট্রাম্প

অবশ্যই পরুন

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধান কিয়ার স্টারমারের এক হাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে তারাই কিছুই করেননি। এ সপ্তাহে ম্যাক্রো ও কিয়ার স্টারমার হোয়াইট হাউস সফর করছেন। এর আগেই ট্রাম্প তাদের নিয়ে এমন মন্তব্য করলেন। খবর বিবিসি

ট্রাম্প আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনায় ইউক্রেন প্রেসিডেন্ট ভ্ললোদিমির জেলেনস্কির কোনো ভূমিকা নেই। সুতরাং শান্তি আলোচনার বৈঠকে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযান শুরু করলে যুক্তরাজ্য, ফ্রান্স এবং তাদের মিত্ররা কিয়েভকে অস্ত্রসহ  অন্যান্য রসদ সরবরাহ করে পাশে দাঁড়ায়।

সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের আগে গত সোমবার ইউরোপীয় নেতারা ইউক্রেনকে নিয়ে প্যারিসে একটি বৈঠকে বসেন। সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছেন শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপকে বাদ দেয়া হতে পারে।

ম্যাকো ও স্টারমারের সমালোচনা সত্ত্বেও ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প ইউরোপীয় নেতাদের প্রশংসাও করেছেন। তিনি ম্যাক্রোকে বন্ধু এবং স্টারমারকে খুবই ভালো ব্যক্তি বলে মন্তব্য করেন।

ফ্যান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সফর করার কথা রয়েছে। এছাড়া কিয়ার স্টারমার আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস সফর করতে পারেন।

গত সপ্তাহে কিয়ার স্টারমার বলেন, শান্তির চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় যুক্তরাজ্য সৈন্য পাঠাতে প্রস্তুত। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করে বিবিসি।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আপোষের বিষয়ে রাজি নয় ইউরোপীয় নেতারা। কিয়েভের পরিস্থিতি নিয়ে তারা প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইউক্রেনে রাশিয়া পুরোপুরিভাবে যুদ্ধ শুরু করার পর- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডাসহ জাপান মস্কোর ওপর ২০ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করে।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ