মনের দিক থেকে অনেক আগেই আলাদা হয়েছেন। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবার সেই আনুষ্ঠানিকতাও হয়ে গেল। ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার বিচ্ছেদ হয়েছে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল ও নৃত্যশিল্পী ধনশ্রী। আদালতে উল্লেখ করেছেন সেই বিষয়। বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়েছেন, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দু’পক্ষের কথা শোনার পর তাদের কথা বলার জন্য ৪৫ মিনিট সময় দেয়ার নির্দেশ দেন আদালত।
এমনকি কাউন্সেলিংও করা হয়। দুই তারকার সময়সীমা শেষ হওয়ার পর তারা দু’জনই জানান, বিচ্ছেদ চান তারা। এ সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর।
এদিকে আনুষ্ঠানিক বিচ্ছেদ হতেই ঈশ্বরের প্রতি আস্থা রাখার বার্তা দিয়েছেন তারকা জুটি। স্পিনার চাহাল ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে, যা গুণে গুণে শেষ করতে পারি না আমি। কতবার যে নিজের বিপদ থেকে রক্ষা পেয়েছি, তা আমারও আজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, এ জন্য ধন্যবাদ ঈশ্বরকে।’
নৃত্যশিল্পী ধনশ্রী লিখেছেন, ‘ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন। আজ যদি কোনো সমস্যার মধ্যে থাকো, তাহলে জানবে তোমার কাছে দুটি বিকল্প আছে। সমস্যাগুলো দুশ্চিন্তা করতে পারো অথবা নিজের সব সমস্যার ভার ঈশ্বরকে দিয়ে তার কাছে প্রার্থনা করতে পারো। তিনি যা কিছু করেন আমাদের ভালোর জন্য করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।’