spot_img

এখনও বার্সেলোনায় মেসির জার্সির চাহিদা তুঙ্গে

অবশ্যই পরুন

সাড়ে তিন বছর আগে বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। তবে স্প্যানিশ ক্লাবটির সমর্থকদের হৃদয়ে এখনও তার স্থান অটুট। বার্সেলোনায় মেসির নামাঙ্কিত জার্সির চাহিদা এখনো তুঙ্গে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বার্সা দলের বেশিরভাগ সদস্যের তুলনায় বেশি বিক্রি হচ্ছে মেসির জার্সি। গোলডটকম

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন মেসি। দুই মৌসুম পিএসজিতে খেলার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তবুও বার্সেলোনার ভক্তরা তাকে এখনো নিজেদের একজন হিসেবেই দেখেন।

বার্সেলোনা বর্তমানে মেসির নামে কোনো জার্সি বিক্রি করতে না পারলেও ভক্তরা নম্বরবিহীন জার্সি কিনে সেখানে বসিয়ে দিচ্ছেন তার নাম। শুধু মেসিই নয় নেইমার, ইনিয়েস্তা এবং জাভির নামাঙ্কিত জার্সির চাহিদাও রয়েছে সমর্থকদের মধ্যে।

বর্তমানে বার্সার জার্সি বিক্রিতে শীর্ষে রয়েছেন দুই ফুটবলার- রবার্ট লেভানদোভস্কি ও লামিন ইয়ামাল। ইয়ামালকে অনেকেই ভবিষ্যতে মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন। এছাড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি তৃতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে রাফিনহা সামান্য এগিয়ে। পঞ্চম স্থানে রয়েছেন লা মাসিয়ার আরেক প্রতিভাবান মিডফিল্ডার গাভি।

মেসি বার্সেলোনা ছেড়ে গেলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটুকুও কমেনি। এখনও কাতালান ক্লাবের সমর্থকদের মাঝে মেসির নাম, তার ১০ নম্বর জার্সি এবং স্মৃতিগুলো অমূল্য সম্পদ হয়ে রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ