বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি গোপনে বিয়ে করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জানা গেছে, টনি বেগ নামের এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী।
বিয়ের খবর পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কেকসহ বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। কেকের ওপরে ইংরেজিতে লেখাও আছে হ্যাপি ম্যারেজ। এছাড়া অভিনেত্রীর হাতে দেখা গেছে ওয়েডিং রিং।
বিয়ের আনুষ্ঠানিকতা গত সপ্তাহে শেষ হয়েছে বলেই দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তারা এও বলছে যে, নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, বিয়ের আয়োজনটি ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গুঞ্জন বের হয়, বলিউড অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে ব্রেকাপ হয়েছে নারগিসের এবং তিনি কাশ্মীরি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী টনি বেগের সঙ্গে ডেট করছেন।
ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ার নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন নারগিস। ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ এবং ‘হাউজফুল ফাইভ’ নামে তার দুইটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।