spot_img

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে আরও ৪৬১ জন গ্রেপ্তার

অবশ্যই পরুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরো ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে আরো এক হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে সারা দেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন এক হাজার ৬৫০ জন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় এক হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি, দেশীয় এলজি দু’টি, দেশীয় শুটারগান একটি এবং একটি সামুরাই উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ যৌথ অভিযান শুরু হয়।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ