spot_img

নামাজের সামনে দিয়ে গেলে যে গুনাহ হয়

অবশ্যই পরুন

ঈমান আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর নামাজ ফরজ। এটি মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কোনো মুসলমান কিছুতেই নামাজ ছাড়তে পারেন না। সময়মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া অত্যন্ত গুনাহের কাজ। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত এতে কীরূপ শাস্তি ভোগের আশঙ্কা রয়েছে তাতে, তবে চল্লিশ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে থাকাও ভালো মনে করতো। বর্ণনাকারী আবুন নাযর বলেন, আমার জানা নেই, হাদিসে চল্লিশের কী অর্থ, চল্লিশ দিন, চল্লিশ মাস, নাকি চল্লিশ বছর! (বোখারি ৫১০, মুসলিম ৫০৭)

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে, এর দ্বারা উদ্দেশ্য হলো, দৃষ্টি সেজদার স্থানে থাকলে সাধারণত যে স্থান পর্যন্ত নামাজরত ব্যক্তির নজরে অনুভূত হয় ততটুকু জায়গার ভেতর দিয়ে অতিক্রম করা যাবে না। এর বাইরে দিয়ে অতিক্রম করা যাবে।

মসজিদে ‘সুতরা’ না থাকায় কাপড় ঝুলিয়ে, রুমাল ঝুলিয় সামনে দিয়ে মুসল্লিরা যাতায়াত করেন। এটা সুতরা হিসেবে যথেষ্ট হয় না। তবে বিশেষ ওজরের মুহূর্তে সামনে রাখার মতো কোনো কিছু পাওয়া না গেলে এভাবে যাওয়া যাবে। (শরহুল মুনইয়াহ পৃষ্ঠা ৩৬৭; বাদায়েউস সানায়ে ১/৫০৯)

সর্বশেষ সংবাদ

৫ রানে ৭ উইকেট খুইয়ে অবিশ্বাস্য হার বাংলাদেশের

কলম্বোর মাঠে ৩০০ বলে ২৪৫ রান তাড়ায় বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করে ছন্দে ছিল টাইগারা। কিন্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ