spot_img

বড় হারের পর ‘বড় তারকাকে’ হারালো পাকিস্তান

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হেরে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে হারের হতাশা না কাটতেই এবার বড় দুঃসংবাদ পেল পাকিস্তান। কিউইদের বিপক্ষে পাওয়া ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন পাকিস্তানি ব্যাটার ফাখার জামান।

করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই চার বাঁচাতে গিয়ে কোমরে ব্যথা পান ফাখার। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের পুরোটা সময়ে আর মাঠে নামা হয়নি ফাখারের।

ব্যাটিংয়ের সময় ওপেনিংয়ে নামার কথা থাকলেও ফাখার নেমেছিলেন ৪ নম্বরে। ব্যাটিংয়ে নেমে খুব বেশি আলো ছড়াতে পারেননি তিনি। বারবারই পিঠে টান লাগায় অস্বস্তি প্রকাশ করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪১ বলে ২৪ রান করে ফেরেন ফাখার।

ম্যাচের পরপরই স্ক্যান করা হয় ফাখারের। প্রথমে জানানো হয়েছিল, ভারতের বিপক্ষে ম্যাচে থাকছেন না ফাখার। আজ জানা গেল, টুর্নামেন্টের বাকি সময়ে আর মাঠে নামা হবে না তার।

ফাখারের পরিবর্তে পাকিস্তান স্কোয়াডে যোগ দিতে পারেন আরেক বাঁহাতি ব্যাটার ইমাম-উল-হক। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

সর্বশেষ সংবাদ

অর্থনীতি বিদ্যা শুরু করতে হয় মানুষকে দিয়ে, ব্যবসা দিয়ে নয়: প্রধান উপদেষ্টা

নিজের স্বপ্নের মত বিশ্ব গড়তে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ