ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনার ‘তাসগুলো’ রাশিয়ার হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে বিবিসিকে বলেন, ‘আমি মনে করি রাশিয়ানরা যুদ্ধের অবসান দেখতে চায়। আমি সত্যিই তা চাই। আমার মনে হয় তাদের হাতে এ সংক্রান্ত কার্ডগুলো কিছুটা বেশি রয়েছে। কারণ তারা অনেক অঞ্চল দখল করেছে।’
এর আগে, বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন স্বৈরশাসক’ বলে অভিহিত করেন। ট্রাম্পের এ মন্তব্যের আগে জেলেনস্কি ট্রাম্পের সমালোচনা করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘রাশিয়ার ভুল তথ্যের’ মধ্যে রয়েছেন।
জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে এবং নির্বাচন স্থগিত রয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা কম এবং জরিপে তার অনুমোদন রেটিং মাত্র ৪ শতাংশ। তবে বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, এ মাসে পরিচালিত জরিপে দেখা গেছে, ইউক্রেনের ৫৭ শতাংশ নাগরিক জেলেনস্কির ওপর আস্থা রেখেছেন।
এদিকে জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ অ্যাখ্যা দেয়ায় ইউরোপের নেতারা নিন্দা জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা সম্পূর্ণ ভুল ও বিপজ্জনক।’
অপরদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনে আলাপকালে জানান যে তিনি জেলেনস্কিকে সমর্থন করেন।
সূত্র : বিবিসি