spot_img

ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন ট্রাম্প: জেলেনস্কি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুয়া তথ্যের রাজ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার জবাবে কিয়েভে গত বুধবার (১ে৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমার চার শতাংশ সমর্থনের কথা বলেছেন। যা ভুল তথ্য। এগুলো রাশিয়া থেকে আসছে। আমরা জানতে পেরেছি, এসব নিয়েই আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে।সৌদি আরবের বৈঠকে ওয়াশিংটনকে এসব ভুল তথ্য সরবরাহ করেছে মস্কো।

তিনি আরও বলেন, জনগণের নেতা হিসেবে ট্রাম্পকে সম্মান জানাই। আমেরিকার জনগণও শুরু থেকেই আমাদের সমর্থন দিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভুল তথ্যের রাজ্যে বাস করছে।

এসময় জেলেনস্কি আবারও দাবি করেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়া কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। খনিজ সম্পদের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইস্যুতে জেলেনস্কি বলেন, ইউক্রেন বিক্রির জন্য নয়।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ