শিক্ষাপ্রতিষ্ঠানে পেশীশক্তির রাজনীতি বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘তারুণ্যের উদ্যোগ’ কর্মসূচির সমাপনীতে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জাস্টিসের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই পরিবর্তনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার। পৃথিবীব্যাপী বাংলাদেশের পক্ষে তারুণ্যের জোয়ার তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হবে, তাহলেই জনসমর্থন সম্ভব।’
গঠনমূলক কাজে তারুণ্যের শক্তি ব্যবহারের আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের সকল স্মৃতি গুরুত্ব দিয়ে সংরক্ষণ করতে হবে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতি ধারণের ওপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।