spot_img

বাইডেন আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

অবশ্যই পরুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সব অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন ট্রাম্প।

গত চার বছরে বিচার বিভাগে যে পরিমাণ রাজনীতিকরণ হয়েছে তা আগে কখনও হয়নি এমন অভিযোগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ কারণেই সেসময় নিয়োগ পাওয়া অ্যাটর্নিদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরইমধ্যে বিচার বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

পুলিশ হত্যা মামলায় অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ, সংশোধিত আইনে প্রথম আদেশ

গত বছর আন্দোলন চলাকালে পুলিশ হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে (১৭) অব্যাহতি দেয়া হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ