spot_img

ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট

অবশ্যই পরুন

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে অসহায় দরিদ্র ৬০০ জন ইমাম মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে ১ কোটি ৮০ লাখ টাকা এবং অনুদান হিসেবে ৪ হাজার ৬২০ জনকে ৫ হাজার টাকা হারে মোট ২ কোটি ৩১ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের সমাজ সংস্কারে আলেম সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সরকারের অগ্রাধিকার এবং সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা সমাধানে আলেমরাই সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম।

তিনি আরও বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সময়োপযোগী পদক্ষেপ, যা জনবান্ধব এবং আগামীতে এর কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি ও তাদের জন্য পে-স্কেল ঘোষণা করার পরিকল্পনাও রয়েছে।

এদিনের অনুষ্ঠানে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম মুয়াজ্জিনকে ৫ হাজার টাকা হারে ১৪ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া, উদ্যোক্তা হিসেবে ৭ জনকে ২০ হাজার টাকা করে, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা করে, এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, এবং আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এছাড়া, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের লক্ষ্য হলো বাংলাদেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। ট্রাস্টের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৮৪ হাজার। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, ট্রাস্ট অক্ষমতা, দুর্ঘটনা, পঙ্গুত্ব বা রোগজনিত কারণে ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা ও ঋণ প্রদান করছে। তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্যও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

হঠাৎ রাজনীতি ছাড়ার কারণ জানালেন পায়েল

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার অভিনয়ের পাশাপাশি একটা সময় রাজনীতিতে সক্রিয় হন। বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে নির্বাচন করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ