ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ চান না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাবন্দি সাবেক মন্ত্রী ফারুক খানের একটি পোস্ট ভাইরাল হয় কিছুদিন আগে। সেদিনই কারা কর্তৃপক্ষ বলে, কারাগারে বসে এ ধরনের প্রচার কিংবা ফেসবুক চালানো সম্ভব নয়। এবার একই কথা বললেন ফারুক খান নিজেও।
মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়?
ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে কারাগার থেকে তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দেয়া সম্পর্কে জানতে চাওয়া হলে ফারুক খান বলেন, ‘কারাগার থেকে কি স্ট্যাটাস দিবো। এটা মিথ্যা কথা।’