একটু ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন মাহফুজ আলম। জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন এই উপদেষ্টা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেছেন;
মাহফুজ লেখেন, এ অভ্যুত্থান সবার। সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে শুরুতেই প্রত্যাখ্যান করেছেন তিনি। অনেকগুলো পক্ষের সাথে বসে সব সিদ্ধান্ত নিতে হয়েছে উল্লেখ করে বলেন, এটি সবার অংশগ্রহণ ও পরামর্শের ফসল। কেউই অনুল্লেখযোগ্য নয়।
তবে, সাধারণ মানুষ অবশ্যই পাবলিক- প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা- স্কুল- কলেজের ছাত্রদেরকেই নেতৃত্ব হিসাবে মানতেন বলে দাবি তার। বলেন, সবাইকে নিয়ে এগোতে হবে তবে নাশকতাকারীদের বাদ দিয়ে। নিজের অতীতের স্ট্যাটাসের জন্য দুঃখপ্রকাশ করে তিনি লিখেন, কোন কোন বক্তব্য হয়ত কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদী জনতা বলাটা। যারা বক্তব্যের কারণে নারাজ- নাখোশ হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেন মাহফুজ আলম।