spot_img

এক লাল কার্ডেই সর্বনাশ মিলানের

অবশ্যই পরুন

এসি মিলান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে এগিয়ে থেকেও ফেয়েনুর্দের বিপক্ষে জিততে পারল না। থিও হার্নান্দেজের লাল কার্ড-ই বিপাকে ফেলেছে দলকে। যদিও ড্রয়ে শেষ হয় ম্যাচ। তবে প্রথম লেগে পিছিয়ে থাকায় শেষ ষোলোয় পা রাখা হলো না ইতালিয়ান জায়ান্টদের।

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লিগে সান সিরোতে ফেয়েনুর্দের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মিলান। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করল ফেয়েনুর্দ।

পরের রাউন্ডে যেতে হলে জিততে হবে কমপক্ষে ২-০ ব্যবধানে। ঘরের মাঠে শুরু থেকে সে চেষ্টাতেই ছিল মিলান।

একজন কম নিয়ে খেলা মিলান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় লেগ ড্রয়ে শেষ করলেও, প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে ফেয়েনুর্দ। আর আসর থেকে ছিটকে যায় মিলান।

সর্বশেষ সংবাদ

মহাকাশে রকেট পাঠিয়েছিল ভারত, মাঝ পথেই ভেঙে পড়ল ‘স্বপ্ন’

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ইতোমধ্যে ব্যর্থ হয়ে গেছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ