spot_img

‘একটা চুম্বন প্লিজ…’, গায়ককে দেখেই রসিকতা!

অবশ্যই পরুন

জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুম্বনের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে একের পর এক সমালোচনা। লাইভ অনুষ্ঠান চলাকালীন উদিত মঞ্চেই তাঁর ভক্তকে চুম্বন করেন। যে ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। এই ঘটনার পর একটি অনুষ্ঠানে যোগ দিতেই উদিতকে দেখে পাপারাৎজিরা রসিকতা করতে শুরু করেন। ভিডিওতে উদিত নারায়ণকে আচমকা এক নারী ভক্তকে চুম্বন করতে দেখে অনেকেই সমালোচনা করেছেন।

সম্প্রতি উদিত নারায়ণ ‘দ্য রোশানস’ ডকুমেন্টারি সিরিজের সাকসেস পার্টিতে উপস্থিত হয়েছিলেন। সেখানে ছবি তোলার সময়, পাপারাৎজিরা তাঁকে রসিকতা করে আবারও চুম্বনের প্রস্তাব দেন। শিল্পীকে বলতে শোনা য়ায়, ‘স্যার, একটা চুম্বন হয়ে যাক প্লিজ।’

উদিত অবশ্য এ কথা হেসে উড়িয়ে দিয়েছেন। ভিডিওটি দেখে নানা মুনির নানা মত। কেউ বলেছেন, ‘খুব মজা লাগছে, তাই না? এটা যতক্ষণ না পাপারাৎজিদের সঙ্গে হচ্ছে, ততক্ষণ এমনটা চলতেই থাকবে।’ কেউ আবার বলেছেন, ‘পিছনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার অবস্থা দেখো, তিনিও হয়তো ভয় পাচ্ছেন।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই উদিত নারায়ণকে মঞ্চে ‘টিপ টিপ বরসা পানি’ গানটি পরিবেশন করার সময় একজন নারী ভক্তের সঙ্গে কথা বলতে দেখা গেছে। পরে, মঞ্চের কাছে ভক্তদের সঙ্গে সেলফি তোলার সময় এক নারীর গালে তিনিও পাল্টা চুম্বন করেন। তবে কোনও সমালোচনায় কিছু যায় আসে না উদিতের। শিল্পী বলেন, ‘আমি ভদ্র মানুষ। কিছু লোক এই বিষয়টি নিয়ে প্রচার করছেন। ভক্তরা তাঁকে ভালোবাসেন। তাই এতটুকুই তাঁদের প্রাপ্য।’

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছে বাংলাদেশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ