আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৬ আসামির শুনানিকালে আদালতকে ‘মাই লর্ড’ সম্বোধনের বিরোধিতা করেছেন আসামিপক্ষের আইনজীবী জেড আই খান পান্না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুনানিকালে আদালতে এই বিরোধিতা করেন আইনজীবী পান্না। এসময় আদালতকে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। এসময় এই আইনজীবী বলেন, তিনি শুরু থেকেই এই শব্দ ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন। এটা ঔপনিবেশিক শব্দ বলেও মন্তব্য করেন তিনি।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাসহ বেশকিছু আসামির মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সাথে নতুন করে জাতিসংঘের দেয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে বেলা ১১টায় ট্রাইব্যুনালে হাজির হন আইনজীবী। এসময় তিনি বলেন, আমি ভালো আছি।