spot_img

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন: আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, তবে এটা ঐকমত্যের কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে হবে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনে অংশ নিয়ে পরে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত নয়, তারা ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে। কিন্তু যাদের নাম গণহত্যার সঙ্গে জড়িত, বিচারের পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

এছাড়া নতুন রাজনৈতিক দলে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়ে এই উপদেষ্টা বলেন, শিক্ষার্থী প্রতিনিধি যারা নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন, তারা উপদেষ্টা পরিষদে থাকবেন না। কারা যুক্ত হচ্ছেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ সংবাদ

৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ