spot_img

অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রাখছেন ক্লার্ক, চ্যাম্পিয়ন ভারত!

অবশ্যই পরুন

আজ বাদে কাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। কোন দল চ্যাম্পিয়ন হবে, কে বেশি রান করবেন, সবচেয়ে বেশি উইকেট কে পাবেন—এ নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। এদিকে আসর শুরুর আগেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক যেনো একরকমের ফাঁসই করে দিলেন এবারের আসরের চ্যাম্পিয়ন দলের নাম। ভারতই হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দল। এমন ভবিষ্যদ্বাণী করেছেন ক্লার্ক।

তবু ক্লার্ক যে শুধু সেরা দলের নাম বেছেই থেমেছেন, এমনটি নয়। বিয়ন্ডক্রিকেট২৩ নামের একটি পডকাস্টে এসে তিনি খোলাসা করেছেন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা হবেন সর্বোচ্চ রানসংগ্রাহক। এসময় তিনি বলেন, আমি বলব ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে—আমি বলব সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আগের রেকর্ডটাও বেশ ভালো ছিলো রোহিতের। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে ৫৩.৪৪ গড়ে ৪৮১ রান করেছেন তিনি। লম্বা অফ ফর্ম কাটিয়ে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে তার ব্যাটে রানও এসেছে। তাকেই তাই সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন ক্লার্ক।

এসময় সবচেয়ে বেশি উইকেট যাবে কার ঝুলিতে এমন প্রশ্নের উত্তরে ক্লার্ক বলেন, আমি বলবো ইংল্যান্ডের জর্ফা আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের; আমি মনে করি না যে তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।

এসময় টুর্নামেন্ট–সেরা হিসেবে অজি ব্যাটসম্যান ট্রাভিস হেডের নাম এগিয়ে রাখেন ক্লার্ক। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার আইপিএল ফর্ম ছিলো অবিশ্বাস্য। এছাড়াও তিনি জানান, হেড আবারও ভালো কিছু করবে বলে ধারণা করছেন তিনি।

সর্বশেষ সংবাদ

এবার মুক্ত পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ