spot_img

সৌদি আরবে ভারি বৃষ্টি ও বন্যার পূর্বাভাস : সতর্কতা জারি

অবশ্যই পরুন

সৌদি আরবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। পাশাপাশি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সংস্থাটি বলেছে, রাজধানী রিয়াদ, হা’ইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় এই বৃষ্টিপাত হবে।

এর ফলে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যা হতে পারে। এ ছাড়া মক্কা অঞ্চলে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড়েরও আশঙ্কা দেখা দিয়েছে। যেসব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানকার মানুষকে সতর্কবার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র।

এর আগে জানুয়ারির শুরুতে কয়েক দিনের টানা ভারি বর্ষণের জেরে সৌদি আরবে ব্যাপক বন্যা হয়। ওই বন্যার কারণে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় লাল সতর্কসংকেত (রেড অ্যালার্ট) জারি করেছিল দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

সর্বশেষ সংবাদ

ইরানে এক বছরে প্রায় এক হাজার জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরান গত বছর বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করেছে। আন্তর্জাতিক দুটি মানবাধিকার সংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ