spot_img

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তরুণ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার তরুণ জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনকে রোববার (১৬ ফেব্রুয়ারি) সিউলে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সিউলের সঙসু-ডং এলাকার নিজ বাসায় এক বন্ধু তাকে মৃত অবস্থায় খুঁজে পান।

যদিও তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। কারণ স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি।

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনার পর থেকে কিম লোকচক্ষুর বেশ আড়ালেই চলে যান। সেই ঘটনার জন্য তাকে ২০ মিলিয়ন ডলার ওন জরিমানা করা হয় ২০২৩ সালে।

একজন শিশু অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন কিম। ২০০০ সালে সিউলে জন্ম নেওয়া কিম ২০০৯ সালের চলচ্চিত্র ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তাকে দক্ষিণ কোরিয়ার অন্যতম সম্ভাবনাময় তরুণ অভিনেত্রী মনে করা হতো।

২০১০ সালে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’ ও ২০১২ সালের থ্রিলার ‘দ্য নেইবর’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন কিম। দ্বিতীয়টিতে অভিনয়ের জন্য তিনি পুরস্কারও জেতেন।

কিমের অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০১৪ সালের ‘আ গার্ল অ্যাট মাই ডোর’ ও ২০১৬ সালের টিভি সিরিজ ‘মিরর অভ দ্য উইচ’।

কিম সর্বশেষ নেটফ্লিক্সে অভিনয় করেন ২০২৩ সালের কোরিয়ান ড্রামা ‘ব্লডহাউন্ডস’-এ। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কেলেঙ্কারির কারণে তার অভিনীত বেশিরভাগ অংশই সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছিলো বলে জানা যায়।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ