spot_img

ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

অবশ্যই পরুন

অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আলবুসাঈদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে ওমানে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ-ওমান সম্পর্কের ৫০ বছর উদযাপনের আহ্বান

উভয় পক্ষ স্মরণ করেন যে, বাংলাদেশ ওমানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করতে যাচ্ছে, যা যথাযথভাবে উদযাপনের বিষয়ে তারা সম্মত হন। এ উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশি পেশাজীবীদের নিয়োগের অনুরোধ

উপদেষ্টা ওমানে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের আতিথেয়তার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান, যারা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, নার্স ও জাহাজ নির্মাণ প্রযুক্তিবিদদের নিয়োগের বিষয়ে ওমান সরকারের বিবেচনার অনুরোধ জানান। পাশাপাশি, জ্বালানি খাতে গভীর সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন এবং বাংলাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার অনুরোধ করেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

এছাড়া, বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আল মুরাইখির সঙ্গেও বৈঠক করেন।

তিনি কাতারে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীদের আতিথেয়তার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি, বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ ও নার্স নিয়োগের বিষয়ে কাতার সরকারের সদয় বিবেচনার অনুরোধ জানান।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ ও বিনিয়োগের আহ্বান

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তারা বাংলাদেশি পেশাজীবীদের সরাসরি সাক্ষাৎ করে নিয়োগের সম্ভাবনা মূল্যায়ন করতে পারেন।

তিনি কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং কাতারের বেসরকারি খাতের প্রতিনিধিদের বাংলাদেশ সফর করে বিনিয়োগের সম্ভাব্য খাত চিহ্নিত করার গুরুত্বের ওপর জোর দেন।

সর্বশেষ সংবাদ

ফেরাউন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, ১৯২২ সালের পর নতুন যা জানা গেল

১০৩ বছর পর মিশরে আরেক ফেরাউনের (ফারাও) সমাধি খুঁজে পাওয়া গেছে। একে দেশটির প্রত্নতত্ত্ব গবেষণায় নতুন মাইলফলক হিসেবে বিবেচনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ