spot_img

জেহরের জন্মদিন উদযাপন করলেন সাইফ-কারিনা

অবশ্যই পরুন

বলিউডডের তারকা জুটি কারিনা কাপুর খান-সাইফ আলি খান তাদের ছোট ছেলে জেহর জন্মদিনে মারিও থিমের আয়োজন করেছিলেন।

পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) জন্মদিন উদযাপন করেন। জেহ আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি চার বছরের হবে, তার আগেই প্রকাশ্যে এল উদযাপনের ছবি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পার্টির ভেন্যুটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানে মাশরুম, বেলুন, মারিওর নানা রকমের মূর্তি এবং জেহের নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল।

ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে। কারিনা কাপুর জেহের প্রিয় কার্টুনের থিমে ভ্যেনুটি সাজিয়ে তোলার জন্য ইভেন্ট প্ল্যানিং কোম্পানিকে কৃতজ্ঞতাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোকা আম্বানিসহ বেশ কয়েকজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে দিনটি উদযাপন করেন তারা। অতিথিরা তাদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন।

গত বছর জেহ -এর জন্য স্পাইডারম্যান থিমের আয়োজন করা হয়েছিল। সেখানে সাবা পতৌদি উপস্থিত ছিলেন, তিনি উৎসবের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। সেখানে কারিনা, সাইফ, সোহা আলী খান এবং সোহার মেয়ে ইনায়াকে নজর কাড়তে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

ফেরাউন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, ১৯২২ সালের পর নতুন যা জানা গেল

১০৩ বছর পর মিশরে আরেক ফেরাউনের (ফারাও) সমাধি খুঁজে পাওয়া গেছে। একে দেশটির প্রত্নতত্ত্ব গবেষণায় নতুন মাইলফলক হিসেবে বিবেচনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ