spot_img

আনোয়ার হত্যা মামলায় ফের রিমান্ডে মেনন-ইনু

অবশ্যই পরুন

আনোয়ার হত্যা মামলায় ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাদের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

এর আগে, গত বছরের ২২ আগস্ট গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন ইনু। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

সর্বশেষ সংবাদ

আইসিসির মুখোশ উন্মোচন করলো উইজডেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অথচ গত গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ