spot_img

‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ স্লোগানে মুখরিত তিস্তা পাড়

অবশ্যই পরুন

‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তিস্তার পাড়। দলে দলে মানুষ ছুটে আসছে নদীপাড়ের জনতার মঞ্চের দিকে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি স্থানে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও মিত্র দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুর কাছে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা জানান, ২০০৪ সাল থেকে ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় উত্তরাঞ্চল মরুকরণের মুখে পড়েছে। অপরদিকে, ২৪০ বছরের পুরনো তিস্তা শাসন না করায় নদীর পেট ভরাট হয়ে গেছে।

ফলে শুষ্ক মৌসুমে ধূ ধূ প্রান্তর আর বর্ষায় ভয়াবহ বন্যা ও ভাঙনে এক লাখ কোটি টাকা ক্ষতির মুখে পড়ছেন তিস্তাপাড়ের মানুষ।

আন্দোলনকারীরা জানান, পানি বণ্টন চুক্তি ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের প্রতি ভারতের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বন্যা ও খরার স্থায়ী সমাধান সম্ভব।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘নতজানু পররাষ্ট্রনীতির কারণে বর্তমান সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ। এবার ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার মানুষ।’ দুই দিনব্যাপী এই লাগাতার কর্মসূচিতে তিন লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা তার।

সর্বশেষ সংবাদ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, জটিলতায় পড়লেন ফারাহ খান

ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বলিউড পরিচালক ও নৃত্য নির্দেশক ফারাহ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ