spot_img

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় ৪ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

অবশ্যই পরুন

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৩ গাড়ির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা এমাদ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কাভার্ভভ্যানের হেল্পারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন বলে জানান ওসি।

এর আগে ভোর ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাও এলাকায় দুর্ঘটনার স্বীকার হয় আরেকটি বাস।

সর্বশেষ সংবাদ

ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, জাতিসংঘ অধিবেশনে থাকতে পারছেন না আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন না। যুক্তরাষ্ট্র আব্বাসহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ