spot_img

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

অবশ্যই পরুন

এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় ও আন্তর্জাতিক পদক পাচ্ছেন দেশি-বিদেশি দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। জাতীয় পদকের জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষাগবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আন্তর্জাতিক পদক পাচ্ছেন বাংলা ভাষার প্রসারে অবদান রাখা জোসেফ ডেভিড উইন্টার এবং প্রতিষ্ঠান হিসেবে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ (জাতীয় ও আন্তর্জাতিক) প্রদান করবেন।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই পদক প্রদান করা হয়।

জাতীয় পদকের জন্য মনোনীত অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা বাংলা ভাষা সংরক্ষণ, গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক পদকপ্রাপ্ত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদসহ বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণে কাজ করেছেন। প্যারিসে বাংলাদেশ দূতাবাস ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে এবং ইউনেসকোর মাধ্যমে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই পুরস্কারের আওতায় ১৮ ক্যারেট স্বর্ণের ৩৫ গ্রাম ওজনের পদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা (বা সমমূল্যের ডলার) প্রদান করা হবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই পদক দেওয়া হবে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এ বছর সেই স্বীকৃতির ২৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস একুশে ফেব্রুয়ারি বেলা ৩টায় ইউনেসকোর আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা দেবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ