spot_img

গুরুদাসপুরে শিশু হত্যায় একজনের ১০ বছরের আটকাদেশ

অবশ্যই পরুন

নাটোরের গুরুদাসপুরে রবিউল ইসলাম রবিকে (১৫) হত্যার দায়ে ইব্রাহিম হোসেনকে (১৬) ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোরের শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

ইব্রাহিম হোসেন গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। আসামির উপস্থিতে রায় ঘোষণা করা হয়। বাকি আসামিরা প্রাপ্ত বয়স্ক হওয়ায় জেলা আদালতে তাদের বিচার হয়েছে বলে জানান, নাটোর জজ আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের।

জানা যায়, ইব্রাহিম হোসেন একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। ইব্রাহিম বিভিন্ন সময় রবিউলকে মাদক সেবনের জন্য প্ররোচিত করতো। রবিউল তাতে সাড়া না দিয়ে তার মাদক ব্যবসা ও মাদক সেবনের কথা জনসম্মুখে প্রকাশ করে দিবে বলে জানায়।

এঘটনায় ২০১৫ সালের ২৯ এপ্রিল রাতে স্থানীয় জাহাঙ্গিরের দোকানের সামনে রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পতিত জমিতে আগাছা দিয়ে ঢেকে রেখে ইব্রাহিম ও তার সহযোগিরা পালিয়ে যায়। নিখোঁজ ছেলের সন্ধান পেতে ২ মে সকালে রবিউলের মরদেহ বিলে পড়ে আছে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করে ও পুলিশে খবর দেয় রবিউলের পিতা আজিজুল হক।

এঘটনায় রবিউলের বাবা গুরুদাসপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়ের পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মারুফ ও ফাহাদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মামলার জানান, অভিযুক্ত ইব্রাহিম অপ্রাপ্ত বয়স হওয়ায় নাটোরের শিশু আদালতে তার বিচার পরিচালনা করা হয়। এমামলায় আসামী ইব্রাহিমকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আর বাকি আসামি মারুফ ও ফাহাদের প্রাপ্ত বয়স হওয়ায় তাদের জেলা আদালতে বিচার করা হয়।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ